Trimmer and razor

Kemei KM-6330 ব্যবহার ও রিভিউ

Kemei বর্তমান সময়ের একটি জনপ্রিয় ব্রান্ড। বর্তমানে এর অনেকগুলো মডেল বেশ জনপ্রিয়। KM-6330 মডেলটি বেশ জনপ্রিয়া কারণ এর অসাধারণ ফিচারের জন্য। এর মধ্যে তিনটি ফাংশন আছে। শেভার, ট্রিমর এবং নোস ট্রিমার তিনটি ফাংশন নিয়ে একটি ট্রিমার । একের ভিতর তিন ফাংশন নিয়ে এটি কাজ করছে। দাড়ি শেভ করার জন্য এতে আছে একটি শেভার আবার যদি আপনি দাড়ি ট্রিম করতে চান তবে ট্রিমারতো আছেই।

Kemei KM-6330

শেভিং করার জন্য রয়েছে একটি চমৎকার স্টেইনলেস স্টিল এর রেজর । আপনার সব ধরণের শেভিং সমাধানের জন্য চমৎকার একটি সমাধান। স্টেইনলেস স্টিল হওয়ার কারণে ব্লেড এর ধার অনেকদিন টেকে এবং মরিচা প্রতিরোধী। স্টেইনলেস স্টিল এর থেকে বেশি স্থায়ী বর্তমানে ব্যবহৃত হচ্ছে টাইটেনিয়াম। কিন্তু টাইটেনিয়াম খুবই ব্যয়বহুল ধাতু। যা সাধারণের নাগালের বাইরে। এই ধরণের একটি টাইটেনিয়াম ধাতু নির্মিত ট্রিমারের দাম পর আঠারশ ডলার থেকে শুরু হবে। অবশ্য এটি নির্ভর করবে বর্তমান বাজার দরের উপর। আমি যখন এই আর্টিকেল লিখছি তখন টাইটেনিয়াম ধাতুর প্রতি কেজির দাম সাত চল্লিশ ডলার। তো বুঝতেই পারছেন ওগুলো মধ্যবিত্ত শ্রেণির জন্য নয়।

এই ট্রিমারের সাথে পাচ্ছেন আরো অনেকগুলো জিনিস যেমন শেভার এবং নাকের লোম কাটার মেশিন। মোট কথা আপনার জীবনের সব ধরণের গ্রোমিং সুবিধা একসাথে। সবথেকে বড় কথা এর দাম। যেখানে একটি ট্রিমার বা শেভার এর দাম দিয়ে আপনি অনেকগুলো কাজের সমাধান একসাথে।

সব শেষে আপনার যদি আরো জানতে চান তবে আমাদের প্রোডাক্ত পেজটি ঘুরে আসতে পারেন এখানে ক্লিক করে।

loader-image
Leave a Reply

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping